রোনালদোর আরেকটি অনন্য রেকর্ড
২০০৯ সালে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে আসার পর দলীয় সাফল্য খুব বেশি পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ছয়টি মৌসুমে জিতেছেন মাত্র একটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। শনিবার এইবারের বিপক্ষে একটি গোল করে আরো একটি রেকর্ড গড়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার।
লা লিগায় নিজের প্রথম মৌসুমে ২৯টি ম্যাচ খেলে ২৬টি গোল করেছিলেন রোনালদো। যেন সময় নিয়েছিলেন মানিয়ে নেওয়ার জন্য। এর পর থেকেই রোনালদো ছুটেছেন দুর্দান্ত গতিতে। করে চলেছেন একের পর এক গোল, যা দিয়ে গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড। লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি মৌসুমে ৩০টির বেশি গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন রোনালদো। পেছনে ফেলেছেন রিয়ালের কিংবদন্তি রাউলকে। লা লিগায় সবচেয়ে বেশি ৩০টি হ্যাটট্রিক করার রেকর্ডও আছে রোনালদোর দখলে। ২৬টি হ্যাটট্রিক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।
লা লিগার এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি অবশ্য আছে আর্জেন্টাইন তারকা মেসির দখলে। ২০১১-১২ মৌসুমে ৩৭টি ম্যাচ খেলে মেসি করেছিলেন ৫০ গোল। আর ২০১৪-১৫ মৌসুমে ৩৫ ম্যাচ খেলে রোনালদো করেছিলেন ৪৮ গোল। লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেও আছে মেসি-রোনালদোর নাম। ২০০৪ সাল থেকে ৩৪১টি ম্যাচ খেলে মেসি করেছেন ৩০৮ গোল। আর ২০০৯ সাল থেকে ২৩২টি ম্যাচ খেলে রোনালদো করেছেন ২৫৫ গোল।