‘গর্তে’ পড়েছে বার্সেলোনা
গত মৌসুমের ট্রেবলজয়ী বার্সেলোনা এবারও ছুটছিল দুর্দান্ত গতিতে। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছিল। কিন্তু হঠাৎ করেই মহাবিপর্যয়ের মুখে পড়েছে কাতালানরা। লা লিগায় টানা দুটি ম্যাচ হারের পর বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। কোচ লুইস এনরিকের মনে হচ্ছে, এই মুহূর্তে যেন গর্তে পড়েছে বার্সেলোনা।
২০১৩-১৪ মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বার্সাকে। প্রথম লেগের ম্যাচে ২-১ গোলের জয় পেলেও দ্বিতীয় লেগের ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে ২-০ গোলের হার নিয়ে। এর আগে লা লিগার টানা দুটি ম্যাচেও হারের স্বাদ পেতে হয়েছে বার্সাকে। সাম্প্রতিক সময়ে তারা যে ধার হারিয়েছে, তা স্বীকার করতেই হয়েছে কোচ লুইস এনরিকেকে, ‘এটা খুব স্পষ্ট যে, আমরা গর্তে পড়েছি। এই মুহূর্তে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারছি না। মৌসুমের অন্য মুহূর্তগুলোর বিবেচনায় আমরা কার্যকর ফুটবলও খেলতে পারিনি।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনাকে বিদায় করে দেওয়া আতলেতিকো মাদ্রিদ হুমকি হয়ে আছে লা লিগাতেও। নিজেদের সর্বশেষ তিনটি ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় বেশ বেকায়দাতেই পড়ে গেছে বার্সা। লা লিগার শীর্ষস্থান এখনো নিজেদের দখলে রাখতে পারলেও আতলেতিকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান বেশ খানিকটাই কমে গেছে। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহ ৭৩ পয়েন্ট। মৌসুমের বাকি ছয়টি ম্যাচে এক-দুবার হোঁচট খেলেই লা লিগার শিরোপা জয় অনিশ্চিত হয়ে যেতে পারে বার্সার। সেটা যেন কোনোভাবেই না হয়, সেদিকেই এখন মনোযোগ দিচ্ছেন এনরিকে, ‘আবারও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের ভাবনাটা বার্সা সমর্থকদের শিহরিত করেছিল। কিন্তু এটা হলো না। দলের সবাই খুব অখুশি। কিন্তু আমাদের এই ফলাফল মেনে নিতে হবে আর আগামীতে উন্নতির চেষ্টা করতে হবে। আমাদের সামনে এখনো দুটি প্রতিযোগিতার শিরোপা জয়ের দারুণ সুযোগ আছে।’
লা লিগার শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কোপা দেল রের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা। ২১ মে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে সেভিয়ার মুখোমুখি হতে হবে কাতালানদের।