সহজ গ্রুপে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ পর্তুগাল
২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল ব্রাজিলের। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের। এবার নিজ দেশে আয়োজিত অলিম্পিকের সোনা জয়ের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না ব্রাজিল। সে লক্ষ্যে শুরুটাও ভালো হয়েছে তাদের। গ্রুপ পর্বের ড্রয়ে সহজ গ্রুপই পেয়েছে দুঙ্গার শিষ্যরা। দুবারের অলিম্পিকজয়ী আর্জেন্টিনাকে গ্রুপ পর্বে খেলতে হবে পর্তুগালের বিপক্ষে।
আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে ‘এ’ গ্রুপ থেকে ব্রাজিলকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্কের বিপক্ষে। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পর্তুগাল, আলজেরিয়া ও হন্ডুরাস। গতবারের অলিম্পিক সোনাজয়ী মেক্সিকোকে গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিজির। ‘বি’ গ্রুপটাকে বলা যেতে পারে মৃত্যুকূপ। এই গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চালাতে হবে সুইডেন, কলম্বিয়া, নাইজেরিয়া ও জাপানকে।
সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিততে পারলেও এখন পর্যন্ত একবারও অলিম্পিকের সোনা জিততে পারেনি ব্রাজিল। এবার সেই আক্ষেপ ঘোচানোর জন্য মরিয়া হয়েই মাঠে নামবে সেলেসাওরা। কিন্তু দলের সেরা তারকা নেইমারকে তারা দলে পাবে কি না, তা নিয়ে এখনো রশি টানাটানি চলছে ব্রাজিল ও বার্সেলোনার মধ্যে।
অলিম্পিক ফুটবল দলটি গড়া হয় মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে। দলে ২৩ বছরের বেশি বয়সী ফুটবলার থাকতে পারে মাত্র তিনজন।