মেসির গোলবিহীন ৪৫২ মিনিট!
দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মাত্র একটি গোল করলেই ক্লাব ও দেশের পক্ষে ৫০০ গোল করার মাইলফলক স্পর্শ করতে পারবেন এই আর্জেন্টাইন তারকা। কিন্তু সেই একটি গোলের দেখা কিছুতেই পাচ্ছেন না পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। বার্সেলোনার জার্সি গায়ে ৪৫২ মিনিট ধরে কোনো গোল পাননি। ২০১০ সালের পর এমন দুর্দশার মধ্যে মেসি পড়েছেন এবারই প্রথমবারের মতো।
বার্সেলোনার হয়ে মেসি শেষ গোলটি করেছিলেন গত ১৬ মার্চ, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। এর পর লা লিগার তিনটি ও চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচে কোনো গোল পাননি মেসি। বার্সেলোনাও এই পাঁচটি ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র একটিতে। হারের মুখ দেখতে হয়েছে তিনটি ম্যাচে। গত বুধবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায়ই নিতে হয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। দলীয় ব্যর্থতার কারণে আরো বেশি করে আলোচিত হচ্ছে মেসির এই গোলখরার প্রসঙ্গটি।
এবারের আগে ২০১০ সালে দেখা গিয়েছিল মেসির এমন গোলখরা। সেবার ৪৭৪ মিনিট কোনো গোলের দেখা পাননি এ সময়ের সেরা ফুটবলার। আগামী রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম ২৩ মিনিট কোনো গোলের দেখা না পেলে ২০১০ সালের সেই গোলখরাকেও ছাড়িয়ে যাবেন মেসি। এর আগের দুই মৌসুমের মার্চ-এপ্রিলেও এমন গোলখরার মুখে পড়েছিলেন মেসি। ২০১৪ সালে গোল পাননি ৪২০ মিনিট। ২০১৫ সালে ৩৬২ মিনিট।
অথচ জাতীয় দলের জার্সি গায়ে ঠিকই গোল পেয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। গত ২৯ মার্চ বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একটি গোল করে দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ৫০ গোলের মাইলফলক।