রিয়াল মাদ্রিদের বিশাল জয়
কয়েক দিন আগেও হতাশায় আচ্ছন্ন ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তবে সেই সমর্থকদের মনে এখন আনন্দের জোয়ার। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে এল ক্লাসিকোতে হারিয়েছে তাদের প্রিয় দল। ভল্ফসবুর্গের বিপক্ষে নাটকীয় জয় দিয়ে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা রিয়াল শনিবার রাতে গেতাফেকে ৫-১ গোলে হারিয়ে বাঁচিয়ে রেখেছে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের আশাও।
৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল আপাতত লিগের দ্বিতীয় স্থানে। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করা বার্সেলোনার অবস্থান শীর্ষে। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। রোববার বার্সেলোনা-ভ্যালেন্সিয়া ও আতলেতিকো-গ্রেনাদা ম্যাচের ফলাফল গতিপথ ঠিক করে দিতে পারে লা লিগার।
গেতাফের মাঠে রিয়ালের পক্ষে পাঁচ গোল করেছেন পাঁচজন। ২৯ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্পেনের সবচেয়ে সফল দল। ৪০ মিনিটে বেনজেমার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। ৫০ মিনিটে গ্যারেথ বেলের করা তৃতীয় গোলের নির্মাতাও বেনজেমা। ৮৩ মিনিটে পাবলো সারাবিয়া ব্যবধান কমালেও লাভ হয়নি স্বাগতিকদের। ৮৮ মিনিটে হামেস রদ্রিগেজ ও ইনজুরি সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদ প্রতিপক্ষের মাঠে বড় জয় এনে দিয়েছে রিয়ালকে। ৩০ গোল নিয়ে সেরা গোলদাতার আসন আরো মজবুত রোনালদোর। চার গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লুইস সুয়ারেজ।
গত ফেব্রুয়ারিতেও শিরোপা জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু এখন শিষ্যদের খেলায় মুগ্ধ রিয়ালের কোচ। এমনকি শিরোপা-স্বপ্ন দেখতেও দ্বিধা করছেন না ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক, ‘আমার মনে হয়, আমাদের সামনে এখন লিগ জয়ের তুলনামূলক ভালো সম্ভাবনা। কারণ, আমরা ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, শিরোপা জয় করা আমাদের পক্ষে সম্ভব। গেতাফের বিপক্ষে শুরু থেকেই আমরা দেখিয়েছি যে আমরা যা করতে চাই, তার সবকিছুই ঠিকঠাক করছি। আমরা দুর্দান্ত খেলেছি। তবে এখন আমাদের এগিয়ে যেতে হবে। কারণ, আমরা এখনো কিছু্ই অর্জন করিনি।’