প্রিমিয়ার লিগে আগুয়েরোর শতক
২০১১-১২ মৌসুমে সার্জিও আগুয়েরোকে দলে ভিড়িয়েই সাফল্যের মুখ দেখেছিল ম্যানচেস্টার সিটি। ৪৬ বছর পর জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। অভিষেক মৌসুমেই ২৩ গোল করে নজর কেড়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। তার পর আরো চারটি মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন আগুয়েরো। প্রিমিয়ার লিগের নবম বিদেশি খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ১০০ গোলের মাইলফলক।
১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর মাত্র ২৫ জন খেলোয়াড় অর্জন করেছেন গোলের শতক গড়ার কৃতিত্ব। সবচেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি ১৯৯৬ সালে গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়েরার। তিনি ১০০ গোল করেছিলেন মাত্র ১২৪ ম্যাচ খেলে। দ্রুততম সময়ে গোলের শতক পূর্ণ করার তালিকায় শিয়েরারের পরেই আছে আগুয়েরোর নাম। ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার জন্য আর্জেন্টাইন তারকাকে খেলতে হয়েছে ১৪৭ ম্যাচ। মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একটি গোল করেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি।
১০০ গোলের মাইলফলকে পৌঁছানোর পথে আগুয়েরো হ্যাটট্রিক করেছেন তিনটি। এক ম্যাচে চারটি ও পাঁচটি করে গোল করার কৃতিত্বও আছে আগুয়েরোর ঝুলিতে। জোড়া গোল করেছেন ১৬ বার। আর ম্যাচে একটি গোল করেছেন ৫০ বার। প্রিমিয়ার লিগে আগুয়েরোর প্রিয় প্রতিপক্ষ নিউক্যাসল ও টটেনহাম। দুই দলের বিপক্ষেই ১০টি করে গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সাতটি গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আগুয়েরোর ছয়টি করে গোল এসেছে অ্যাস্টন ভিলা, চেলসি, কিউপিআর ও ওয়েস্ট হ্যামের বিপক্ষে।
প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি আছে ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরির দখলে। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্সেনালের জার্সি গায়ে ২৫৪টি ম্যাচ খেলে ১৭৪টি গোল করেছিলেন তিনি।