ফুটবলের সঙ্গে ‘মান্যবর’

Looks like you've blocked notifications!
চুক্তি স্বাক্ষর শেষে করমর্দন করছেন ফ্যাশন হাউস মান্যবরের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী (ডানে) ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। মাঝে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি : বাফুফের সৌজন্যে

বাংলাদেশের ফু্টবলের সঙ্গে যুক্ত হলো ‘মান্যবর’। এক বছরের জন্য এক কোটি টাকার চুক্তিতে প্রিমিয়ার ফুটবল লিগের টাইটেল স্পন্সর হয়েছে এই ফ্যাশন হাউস।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাফুফের পক্ষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এবং ‘মান্যবরে’র পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী। এ সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান ইসলাম বলেন, ‘বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের খুব ভালো লাগছে। ভবিষ্যতেও ফুটবলের পাশে থাকতে চাই। আমাদের চুক্তির মেয়াদ এক বছর। তবে আশানুরূপ সাড়া পেলে ভবিষ্যতে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে পারি আমরা।’  

‘মান্যবর’কে পাশে পেয়ে সালাউদ্দিনও আনন্দিত। বাফুফে সভাপতি বলেন, ‘একটা ফ্যাশন হাউস যে প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে এটা ফুটবলের জন্যই সুখবর। এ ধরনের প্রতিষ্ঠান ভবিষ্যতে আমাদের পাশে থাকলে ফুটবল আর পিছিয়ে থাকবে না।’  

এবারের প্রিমিয়ার লিগের কো-স্পন্সর প্রগতি ইন্স্যুরেন্স, ট্রেজার সিকিউরিটিজ লিমিটেড, কেএফসি ও আম্বার গ্রুপ। লিগের বাজেট ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। 

টাইটেল স্পন্সর হিসেবে ‘মান্যবর’ তো এক কোটি টাকা দিচ্ছেই। এ ছাড়া কো-স্পন্সর ও বিলবোর্ড বিক্রি বাবদ আরো এক কোটি টাকা পাওয়ার আশা করছে বাফুফে। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে বাকি তিন কোটি টাকা দিতে হবে নিজস্ব ফান্ড থেকে।