জাতীয় হকির ফাইনালে নৌবাহিনী ও ফরিদপুর
জাতীয় হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফরিদপুর জেলা। ফাইনাল হবে সোমবার।
রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নৌবাহিনী ৫-৩ গোলে সেনাবাহিনীকে এবং পরের সেমিফাইনালে ফরিদপুর ২-১ গোলে ঢাকাকে হারিয়েছে।
হ্যাটট্রিক করে নৌবাহিনীর জয়ের নায়ক মইনুল ইসলাম। বিজয়ী দলের অন্য গোল দুটি কৃষ্ণ কুমার দাস ও রাসেল মাহমুদ জিমির।
সেনাবাহিনীর তিন গোলদাতা রোকনুজ্জামান, শুভ কুমার ও মিলন হোসেন।
পরের ম্যাচে মাকসুদুল আলম হাবুলের গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি ঢাকা। শুভ কুমার ও মিলন হোসেনের লক্ষ্যভেদ জয় এনে দেয় ফরিদপুরকে।