জাতীয় হকিতে ফরিদপুর চ্যাম্পিয়ন

Looks like you've blocked notifications!
ট্রফি ও পুরস্কারের চেক নিয়ে জাতীয় হকির শিরোপাজয়ী ফরিদপুরের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি : হকি ফেডারেশনের সৌজন্যে

জাতীয় হকি প্রতিযোগিতার শিরোপা জিতেছে ফরিদপুর জেলা। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে। জাতীয় হকিতে এটা ফরিদপুরের তৃতীয় শিরোপা।

২৩ মিনিটে প্রশান্ত কুমারের গোলে এগিয়ে যায় ফরিদপুর। দুই মিনিট পর নৌবাহিনীকে সমতায় ফেরান মইনুল ইসলাম কৌশিক। ৪৬ মিনিটে ফরিদপুরের জয়সূচক গোলদাতা পুষ্কর খীসা মিমো।

১২টি গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কৌশিক। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিমো। পুরস্কার হিসেবে দুজনই পেয়েছেন ১৫ হাজার টাকা।

চ্যাম্পিয়ন ফরিদপুর ৫০ হাজার এবং রানার্সআপ নৌবাহিনীর পুরস্কার ৩০ হাজার টাকা।   

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় স্থান নির্ধারণী  ম্যাচে সেনাবাহিনী ২-১ গোলে ঢাকা জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের দুই গোলদাতা মিলন হোসেন ও সিরাজুল ইসলাম। ঢাকার একমাত্র গোলটি করেন অজিত কুমার ঘোষ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এ সময় হকি ফেডারেশনের সহসভাপতি ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় আবদুস সাদেক উপস্থিত ছিলেন।