মাশরাফিদের নতুন স্পন্সর ‘টপ অব মাইন্ড’

Looks like you've blocked notifications!
সাহারার সঙ্গে সম্পর্ক শেষ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ‘টপ অব মাইন্ড’। ছবি : এএফপি

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এ কথা। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ‘টপ অব মাইন্ড’ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের স্পন্সরের দায়িত্ব পেয়েছে।”

স্পন্সর হওয়ার লড়াইয়ে ‘টপ অব মাইন্ড’ হারিয়ে দিয়েছে গ্রামীণফোন, রবি ও টোটাল স্পোর্টসকে।

মেয়াদ শেষ হওয়ার অনেক আগে গত শুক্রবার ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের জুনে। 

শনিবার এক সভায় এ নিয়ে আলোচনা করলেও কারো দর মনঃপূত না হওয়ায় বিসিবি সিদ্ধান্ত নিতে পারেনি। মঙ্গলবার শেষ পর্যন্ত ‘টপ অব মাইন্ড’কে স্পন্সর নির্বাচিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।