ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

Looks like you've blocked notifications!
ফিওরেন্টিনাকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে উঠে জুভেন্টাসের খেলোয়াড়দের উল্লাস। ছবি : এএফপি

ইতালিয়ান লিগে রেকর্ড ৩০ বার চ্যাম্পিয়ন হলেও ইতালিয়ান কাপে দীর্ঘদিন জুভেন্টাসের সাফল্য নেই। এই টুর্নামেন্টে ১৯৯৫ সালের পর তারা শিরোপা জিততে পারেনি। দীর্ঘ ২০ বছর পর ‘জুভ’দের সামনে ইতালিয়ান কাপ জয়ের হাতছানি। মঙ্গলবার রাতে ফিওরেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালির সফলতম ক্লাবটি।

সেমিফাইনালের প্রথম লেগ ২-১ গোলে হেরে যাওয়ায় জুভেন্টাসের সামনে ছিল কঠিন ‘চ্যালেঞ্জ’। ফিরতি লেগ ৩-০ গোলে জিতে সেই পরীক্ষায় ভালোভাবেই পাস করেছে তারা। কার্লোস তেভেজ, আন্দ্রেয়া পির্লো আর পল পগবার মতো তিন তারকা না খেললেও সেরি-আ’র গত তিনবারের চ্যাম্পিয়নদের জয় পেতে সমস্যা হয়নি।

আলেসান্দ্রো মাত্রি, রবার্তো পেরেইরা আর লিওনার্দো বোনুচ্চির গোল ফাইনালে নিয়ে গেছে জুভেন্টাসকে। যেখানে তাদের প্রতিপক্ষ নাপোলি অথবা লাৎসিও। মঙ্গলবারের ম্যাচে লাল কার্ড দেখায় ফরোয়ার্ড আলভারো মোরাতা অবশ্য ফাইনালে খেলতে পারবেন না।

রোমার চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকায় জুভেন্টাসের টানা চতুর্থ সেরি-আ জয় মোটামুটি নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ইতালিয়ান কাপেরও ফাইনালে ওঠায় ‘দ্য ওল্ড লেডি’ ডাকনামের ক্লাবটির সামনে এ মৌসুমে ‘ট্রেবল’, অর্থাৎ তিনটি শিরোপা জয়ের সুযোগ।