‘শান্তির ম্যাচে’ অশান্ত ম্যারাডোনা!
ম্যাচটি আয়োজন করা হয়েছিল শান্তির জন্য। অর্ধশতাব্দী ধরে চলা গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত কলম্বিয়ায় শান্তি ফেরাতে মার্ক্সপন্থী বিপ্লবীদের সঙ্গে আলোচনা করছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে আয়োজিত এক প্রীতি ম্যাচের নাম দেওয়া হয়েছিল ‘শান্তির সপক্ষে ম্যাচ’। অথচ সেই ম্যাচেই অশান্ত, ক্ষুব্ধ ডিয়েগো ম্যারাডোনা! আরো একবার বিতর্কের জন্ম দিয়ে আবার সংবাদের শিরোনামে এই আর্জেন্টাইন-কিংবদন্তি।
দীর্ঘদিন ধরে চলা সহিংসতার অবসান ঘটানোর লক্ষ্যে সাবেক তারকাদের নিয়ে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। শুক্রবার রাতে কলম্বিয়ার রাজধানী বোগোতার তেচো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলের জয় এনে দেন ম্যারাডোনা।
কিন্তু খেলা শেষে ‘ল্যাপ অব অনার’ দিতে গিয়েই বাধল বিপত্তি। মাঠে জড়ো হওয়া ভক্ত-সমর্থকদের ভিড় দেখে মেজাজ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। দুবার লাথি মেরেছেন এই ম্যাচ আয়োজনের সঙ্গে জড়িত এক কর্মকর্তাকে। এর পর চড়াও হয়েছেন এক সাংবাদিকের ওপরে। কোনো কারণ ছাড়াই তাঁর হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন মোবাইল ফোন। সিটিটিভির সেই সাংবাদিক হোসে দাভিদ ফেরার পরে জানিয়েছেন, ‘তিনি আমার ফোনে আঘাত করে ফেলে দিয়েছেন। ভেবেছিলাম, ফোনটা ভিড়ের মধ্যে হারিয়েই যাবে।’
সাংবাদিকদের ওপরে ম্যারাডোনার চড়াও হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ১৯৯৪ সালে আর্জেন্টিনায় নিজের বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের লক্ষ্য করে এয়ার রাইফেল দিয়ে গুলি করেছিলেন তিনি। ২০১০ সালে মাড়িয়ে দিয়েছিলেন এক ক্যামেরাম্যানের পা।