সম্মানসূচক ডিগ্রি হারালেন পিস্টোরিয়াস

Looks like you've blocked notifications!
বান্ধবী হত্যা মামলার শুনানি চলার সময় কাঁদছেন অস্কার পিস্টোরিয়াস। ছবি : রয়টার্স

এক সময় তিনি ছিলেন শারীরিক প্রতিবন্ধীদের অনুপ্রেরণার প্রতীক। অদম্য ইচ্ছার জোরে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে পেয়েছিলেন অনেক পুরস্কার, সম্মান। অস্কার পিস্টোরিয়াসের জীবনে সেই সুখের দিন আজ অতীত। বান্ধবীকে হত্যার দায়ে পাঁচ বছরের দণ্ড পাওয়া পিস্টোরিয়াসের দিন কাটছে কারাগারে। সেখানেই পেয়েছেন আরেকটি দুঃখজনক খবর। তাঁকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে নিয়েছে স্কটল্যান্ডের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়।

২০১২ সালে প্রথম প্রতিবন্ধী অ্যাথলেট হিসেবে মূল অলিম্পিকে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন পিস্টোরিয়াস। লন্ডন অলিম্পিকের কিছু দিন পর স্কটিশ বিশ্ববিদ্যালয়টির ডিগ্রি পান তিনি। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিজ বাসায় বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন ‘ব্লেড রানার’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট। দীর্ঘদিন শুনানি শেষে শাস্তি পান গত অক্টোবরে। 

গ্রেপ্তার হওয়ার পর পিস্টোরিয়াসের সঙ্গে সব চুক্তি বাতিল করে স্পন্সররা। মামলা চালানোর জন্য নিজের বাড়ি বিক্রি করতে বাধ্য হন পিস্টোরিয়াস। এবার হারালেন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রিও।