চিরায়ত ঐতিহ্যের সঙ্গে তাসকিন-আমিনুল
যেন চিরায়ত বাঙালির শাশ্বত রূপ। শহুরে জীবনের শৃঙ্খল ভেদ করে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীরা সেজেছিল কৃষক, কামার, কুমার। আবহমান বাংলার নানা শ্রেণি-পেশার মানুষের মিশেলে নাচ-গানের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি ও ভিন্নধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২২-কে বরণ করল ধানমণ্ডিস্থ ইংরেজি মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল ঢাকা। তাদের এই র্যালিতে যোগ দিয়েছেন আবাহনী লিমিটেড ফুটবল দলের কোচ জর্জ কোটান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদও।
এই র্যালিতে যোগ দিতে পেরে বেশ আনন্দিত জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। বলেছেন, ‘অভূতপূর্ব এই আয়োজনে যোগ দিতে পেরে সত্যি খুবই ভালো লেগেছে। যেন গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়েছিলাম।’
এই আয়োজনে দিনের শুরুতে ছিল ঘোড়ার গাড়ির সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি, যা ধানমণ্ডির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ এই র্যালিতে যোগ দেয়।