সিরিজ জিততে চাই ২৪০ রান

Looks like you've blocked notifications!
পাকিস্তানের অধিনায়ক আজহার আলী কট বিহাইন্ড। বোলার সাকিব আল হাসানের সঙ্গে ‘হাই ফাইভ’ করতে এগিয়ে যাচ্ছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ছবি : এএফপি
 

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের আনন্দে মেতে উঠতে বাংলাদেশের চাই ২৪০ রান। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৩৯ রান করেছে পাকিস্তান। বিপদে পড়া অতিথিদের উদ্ধার করার কৃতিত্ব সাদ নাসিম আর ওয়াহাব রিয়াজের। নাসিম ৭৭ আর ওয়াহাব অপরাজিত ছিলেন ৫১ রানে।

 

পাকিস্তান শুরুটা করেছিল সতর্কতার সাথে। উদ্বোধনী জুটিতে ৩৬ রান যোগ করেন সরফরাজ আহমেদ ও আজহার আলী। অষ্টম ওভারে বোলিং করতে এসেই আঘাত হেনেছেন রুবেল হোসেন। প্রথম বলেই সরফরাজ আহমেদকে আউট করেছেন এই আলোচিত পেসার। স্লিপে ক্যাচটা দারুণভাবে তালুবন্দী করেছেন সৌম্য সরকার।

পরের ওভারে মোহাম্মদ হাফিজকে বোল্ড করেছেন আরাফাত সানি। শূন্য রানে ফিরতে হয়েছে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারকে। ১৬তম ওভারে সাকিব আল হাসানকে রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ দিয়েছেন আজহার। পাকিস্তানের অধিনায়কের অবদান ৩৬ রান।urgentPhoto

পরের ওভারেই ফাওয়াদ আলমকে বোল্ড হয়ে গেছেন নাসির হোসেনের বলে। ২২তম ওভারে আবার পাকিস্তানকে ধাক্কা দেন সাকিব। এবার বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এলবিডব্লিউ করেন মোহাম্মদ ফাওয়াদকে।

ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন হারিস সোহেল ও সাদ নাসিম। কিন্তু ৩৯তম ওভারে সোহেলকে আউট করে পাকিস্তানকে আবার অস্বস্তিতে ফেলে দেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সপ্তম উইকেটে ৬৬ বলে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন নাসিম ও ওয়াহাব রিয়াজ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে সহজেই ৭৯ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিষেধাজ্ঞা কাটিয়ে রোববার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বাংলাদেশের সেরা পেসারের এটা ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডে। মাশরাফি ফেরায় বাদ পড়েছেন আবুল হোসেন। পাকিস্তান দলে কোনো পরিবর্তন নেই।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৫০ ওভারে ২৩৯/৬ (আজহার ৩৬, সরফরাজ ৭, হাফিজ ০, হারিস ৪৪, ফাওয়াদ ০, রিজওয়ান ১৩, সাদ ৭৭*, ওয়াহাব ৫১*; সাকিব ২/৫১, নাসির ১/১৭, রুবেল ১/২৭, সানি ১/৪১, মাশরাফি ১/৫২)