এভারেস্টে যাচ্ছে হিউজের ব্যাট!
মাউন্ট এভারেস্টের চূড়ায় আগেও দুবার উঠেছেন ছুরিম শেরপা। এবার প্রস্তুতি নিচ্ছেন তৃতীয় যাত্রার। তবে এবারের অভিযানের তাৎপর্য ভিন্ন। এভারেস্টের চূড়ায় ওঠার সময় তাঁর সঙ্গে থাকবে ক্রিকেট মাঠে বলের আঘাতে মর্মান্তিক মৃত্যুর শিকার অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের ব্যাট ও জার্সি।
এক সপ্তাহের মধ্যে দুবার এভারেস্ট জয় করা প্রথম নারী অভিযাত্রী ছুরিম শেরপা। গত নভেম্বরে অকালে প্রাণ হারানো প্রতিভাবান ব্যাটসম্যান হিউজের স্মৃতির স্মরণে আরেকবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হিউজের ব্যাট-জার্সি এভারেস্টের চূড়ায় নিলেও রেখে আসবেন না অবশ্য। ফিরে আসার সময় সঙ্গে করে নিয়ে আসবেন ছুরিম। এরপর সেগুলো রাখা হবে নেপালের অস্ট্রেলিয়ান দূতাবাসে। কাজটা খুব কঠিন জেনেও পিছপা হচ্ছেন না ৩১ বছর বয়সী ছুরিম, ‘সাগরমাথার (এভারেস্টের নেপালি নাম) চূড়ায় ওঠা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ভীষণ ঝুঁকিপূর্ণও বটে। আমি ব্যাট ও জার্সি চূড়ায় নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করব।’
২০১১ সালের ১২ ও ১৯ মে এক সপ্তাহের ব্যবধানে দুবার এভারেস্টের চূড়ায় উঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান ছুরিম শেরপা।