শিরোপা থেকে এক ধাপ দূরে অস্ট্রেলিয়া
ঘরের মাঠে শিরোপা জিততে আর একটি জয় চাই অস্ট্রেলিয়ার। মঙ্গলবার এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
আগামী শনিবার (৩১ জানুয়ারি) ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
নিউ সাউথ ওয়েলসের নিউক্যাসল স্টেডিয়ামে শুরুতেই দুই গোল পেয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি ফুটবল-বিশ্বে ‘সকারু’ নামে পরিচিত অস্ট্রেলিয়াকে। দুই গোলদাতাই ডিফেন্ডার।
তৃতীয় মিনিটে ট্রেন্ট সেন্সবারির গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ডিফেন্ডার জেসন ডেভিডসন।
এবারের এশিয়ান কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২টি গোল করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ফাইনালে আসার পথে একটি গোলও হজম করেনি দক্ষিণ কোরিয়া। ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ও রক্ষণভাগের লড়াইটা তাই জমজমাট হওয়ারই কথা।