পাকিস্তানের গণমাধ্যমে বিদ্রূপ, হাহাকার
Bang, Bang ... BANG! বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার শিরোনাম। প্রথম দুটো Bang মানে প্রচণ্ড আঘাত বা উচ্চনাদ। শেষ শব্দটা দিয়ে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য আর পাকিস্তানের ব্যর্থতা হয়তো বোঝাতে চেয়েছে পত্রিকাটি। মাশরাফির দলের কাছে বিধ্বস্ত হওয়া পাকিস্তানকে নিয়ে এমনই বিদ্রূপে মেতে উঠেছে দেশটির গণমাধ্যম। তবে বিদ্রূপ করলেও ব্যর্থতার হাহাকার লুকিয়ে রাখতে পারছে না পাকিস্তানের পত্রিকাগুলো।
সবচেয়ে বেশি প্রচারিত ইংরেজি পত্রিকা ডন শিরোনাম করেছে, ‘৩-০! অসহায় পাকিস্তানের ওপর ঐতিহাসিক হোয়াইটওয়াশ চাপিয়ে দিল বাংলাদেশ।’
ডনের মতো লাহোর, ইসলামাবাদ আর করাচি থেকে একযোগে প্রকাশিত আরেক পত্রিকা ডেইলি টাইমসের শিরোনামও এর কাছাকাছি। তারা লিখেছে, ‘ঐতিহাসিক হোয়াইটওয়াশে পাকিস্তানকে লজ্জা দিল বাংলাদেশ।’
দ্য নেশনও ছেড়ে কথা বলেনি। পত্রিকাটির শিরোনাম, ‘হোয়াইটওয়াশে সম্পূর্ণ হলো অবমাননা।’
পাকিস্তান অবজারভার অবশ্য এতটা কর্কশ ছিল না। তারা শিরোনাম করেছে, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-০তে জিতেছে বাংলাদেশ।’
পত্রিকাগুলো পাকিস্তান দলের সমালোচনা করলেও বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য করেনি। প্রশংসা পেয়েছেন দুর্দান্ত শতক করে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে সহজ জয় এনে দেওয়া সৌম্য সরকারও।