আর দুটো স্বর্ণ জিতলেই অমরত্ব : বোল্ট
ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে উসাইন বোল্ট এখন রিও ডি জেনিরোতে। আজ পর্যন্ত যা কেউ পারেনি তেমন অবিশ্বাস্য কীর্তি গড়ার হাতছানি তাঁর সামনে। টানা তিনটি অলিম্পিকে স্প্রিন্টের তিনটি স্বর্ণ জয়ের অনন্য কীর্তি গড়তে আর দুটো সাফল্য চাই তাঁর। বোল্টের বিশ্বাস, তাহলেই অ্যাথলেটিকস ইতিহাসে অমর হয়ে যাবেন তিনি।
আজ রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ ৯.৮১ সেকেন্ডে জিতে নিয়েছেন বোল্ট। বেইজিং, লন্ডনের পর রিওতেও ১০০ মিটারে সবাইকে পেছনে ফেলে অন্য ধরনের হ্যাটট্রিকের আনন্দে বিভোর বিশ্বের দ্রুততম মানব। গত দুটো অলিম্পিকে ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটার আর ৪X১০০ মিটার রিলের স্বর্ণও জিতেছিলেন ‘লাইটনিং বোল্ট’। রিওতে এ দুটো ইভেন্টে অংশ নিচ্ছেন বলে তিনি এখন ‘ট্রিপল ট্রিপল’-এর সামনে দাঁড়িয়ে।
২০০ মিটার ও ৪X১০০ মিটার রিলেতে সাফল্য পেলে যে অমরত্ব পেয়ে যাবেন, তা ভালো মতোই জানেন বোল্ট। আজকের সাফল্যের পর তাই তাঁর মন্তব্য, ‘কেউ কেউ হয়তো বলবেন যে আমি অমর হয়ে যেতে পারি। আরো দুটো স্বর্ণপদক জিতেই হয়তো সব কিছুর সমাপ্তি হবে। তার পরই অমরত্ব।’
সাত বছর আগে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট। রিওতে সেই টাইমিংয়ের কাছাকাছিও যেতে পারেননি। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যামাইকার ‘গতিদানব’-এর মনে, ‘আমি হয়তো তেমন জোরে দৌড়াতে পারিনি। তবে জিততে পেরেই আমি খুশি। আমি যে জিততে যাচ্ছি, তা কিন্তু আগেই বলে রেখেছিলাম।’