জন্মদিনে ইন্সটাগ্রামে টেন্ডুলকারের ‘অভিষেক’
ক্রিকেট থেকে অবসরের পর জীবনের দ্বিতীয় জন্মদিন পালন করছেন শচীন টেন্ডুলকার। শুক্রবার ভারতের কিংবদন্তি-ব্যাটসম্যান পূর্ণ করলেন ৪২ বছর। জন্মদিনের শুভক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ওয়েবসাইট ইন্সটাগ্রামে ‘অভিষেক’ হতে যাচ্ছে ক্রিকেট-ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের।
ফেসবুকে টেন্ডুলকারের অনুসরণকারীর সংখ্যা দুই কোটি ৪০ লাখ। টুইটারে সংখ্যাটা ৯০ লাখ। কিন্তু ছবি ও ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইন্সটাগ্রাম এখনো টেন্ডুলকার স্পর্শে ধন্য হয়নি। লিটল-মাস্টার ভক্তদের আক্ষেপটা শেষ হতে যাচ্ছে। ৪২তম জন্মদিনেই ইন্সটাগ্রামে যোগ দেওয়ার কথা টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিকের।
অবসর নিলেও ক্রিকেটের সাথে নানাভাবে জড়িয়ে আছেন টেন্ডুলকার। বিশ্বকাপে ছিলেন শুভেচ্ছাদূত। আইপিএলে সাবেক দল মুম্বাই ইন্ডিয়ানসের পরামর্শকের দায়িত্বে আছেন। পাশাপাশি নিজের জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রের শুটিং নিয়েও ব্যস্ত আছেন টেন্ডুলকার।
‘২০০ নট আউট প্রোডাকশন হাউস’ নির্মিত এই প্রামাণ্যচিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে মুম্বাইয়ে টেন্ডুলকারের নিজ বাসভবন ও মেহবুব স্টুডিওতে। শুটিংয়ের সময় স্মৃতিবিজড়িত ব্যাট-স্ট্যাম্প-জার্সি দেখাতে গিয়ে টেন্ডুলকার ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক জেমস এরিকসন। আগামী বছর ভারতের দুই হাজার প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে প্রামাণ্যচিত্রটি।