সৌম্যর কৃতিত্বে সাতক্ষীরায় খুশির জোয়ার
বিশ্বকাপে পাঁচ ম্যাচে একটি অর্ধশতকসহ ১৭৫ রান করে নজর কেড়েছিলেন ক্রিকেট-ভক্তদের। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে অবশ্য জ্বলে উঠতে পারেননি, আউট হয়ে যান ২০ ও ১৭ রান করে। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ১১০ বলে অপরাজিত ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলে পাকিস্তানকে ‘হোয়াইটওয়াশ’ করতে প্রধান ভূমিকা সৌম্য সরকারের। জেলার কৃতী সন্তানের এমন দুর্দান্ত সাফল্যের আনন্দে ভেসে যাচ্ছে সাতক্ষীরার মানুষ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে সৌম্য এখন ঢাকায়। সৌম্যর অনুপস্থিতিতে তাঁর বাবা-মা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শহরের মাঠপাড়া এলাকায় সৌম্যর বাড়িতে কেক কাটা হয়। বিওএর সহসভাপতি বসির আহমেদ মামুনের পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার চেক।
এ সময় সৌম্যর বাবা নড়াইলের জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মা নমিতা সরকার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দিন, বদরুল ইসলাম খান, কোচ আলতাফ হোসেন, মোহাম্মদ কবিরউদ্দিন, আহমেদ আলী সরদার, সাইদুর রহমান শাহীন, আকতারুজ্জামান মুকুল প্রমুখ।