আরেকটি রেকর্ডের সামনে ওডেগার্ড

Looks like you've blocked notifications!
রিয়াল মাদ্রিদের জার্সি হাতে নরওয়ের ‘বিস্ময়বালক’ মার্টিন ওডেগার্ড। ছবি : রয়টার্স

১৬ বছর পূর্ণ হওয়ার আগেই তাঁকে ঘিরে মাতামাতি। নরওয়ের প্রিমিয়ার লিগ ও জাতীয় দলের সর্বকনিষ্ঠ ফুটবলার, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সবচেয়ে কম বয়সে খেলা—বেশ কিছু ঈর্ষণীয় রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছিলেন মার্টিন ওডেগার্ড। অনেক কাঠ-খড় পুড়িয়ে তাঁকে দলে নিতে তাই কার্পণ্য করেনি রিয়াল মাদ্রিদ। নরওয়ের ‌এই ‘বিস্ময়বালকে’র সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে অভিষেক হতে পারে ওডেগার্ডের।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোল দলের লড়াই। ১৮ ফেব্রুয়ারি শালকের মাঠে খেলবে রিয়াল। এই ম্যাচের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দলে ওডেগার্ডকে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে (১৬ বছর ৮৭ দিন) খেলার রেকর্ড সেলেস্টেন বাবায়ারোর দখলে। ১৯৯৪ সালের নভেম্বরে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের হয়ে মাঠে নেমে কীর্তিটা গড়েছিলেন এই নাইজেরিয়ান ফুটবলার। ১৮ ফেব্রুয়ারি ওডেগার্ডের বয়স হবে ১৬ বছর ৭৩ দিন।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক অভিষেক হয়নি ওডেগার্ডের। মূল দলে নয়, রিয়াল ‘বি’ দলের হয়ে তাঁর খেলার কথাই শোনা যাচ্ছে। তবে বুধবার ‘বি’ দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে আলো ছড়িয়েছেন। নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। চিনের দল বেইজিং গুয়োয়ানের বিপক্ষে রিয়াল ‘বি’ দলের প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।
গত মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনালদো-বেল-বেনজেমাদের সঙ্গে কয়েকদিন অনুশীলনও করেছেন ওডেগার্ড।