ক্রিকেট কার্নিভালে নান্নু-আকরামরা

Looks like you've blocked notifications!

অনেকই আগেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন তাঁরা। তাঁদের কেউ এখন কর্মকর্তা, কেউ কোচ, আবার কেউ অবসরে। সেই নান্নু-আকরাম-রফিক-শান্তরা আবার ব্যাট-বল হাতে মাঠের লড়াইয়ে নামছেন। আগামী সেপ্টেম্বরে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অংশ নেবেন তাঁরা। 

সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই আসরটি আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অবশ্য টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। 

আজ মঙ্গলবার আসটির প্লেয়ার ড্রাফট হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ছয়টি দল এই আসরে অংশ নেবে। দলগুলো হলো- জেমকন গ্রুপের ‘খুলনা মাস্টার্স’, ইস্পাহানির ‘চট্টগ্রাম মাস্টার্স’, লংকা বাংলার ‘অলস্টারস মাস্টার্স’, কনফিডেন্স গ্রুপের ‘ঢাকা মেট্রো মাস্টার্স’, জেবি গ্রপের ‘ঢাকা মাস্টার্স’ এবং রেনেসাঁ গ্রুপের ‘রাজশাহী মাস্টার্স’।

ছয় দলের তালিকা :

ঢাকা মাস্টার্স : নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম তাজ, শাহনেয়াজ কবির শুভ্র, রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান, দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান, জালাল ইউনুস ও আবু হায়দার রিপন।  ইশতিয়াক আহমেদ (মেন্টর)। 

চট্টগ্রাম মাস্টার্স : আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদীন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, তৌহিদুল হোসেন শ্যামল, হুমায়ুন কবির, আনোয়ার হোসন মনির, জুবায়ের ইসতিয়াক আহমেদ, ফজলে বারি খান, নুরুল আবেদিন নোবেল, আফজাল খান, ফজলে হাসান ও মীর আক্তার উদ্দিন। আজহার হোসেন শান্ত (মেন্টর)। 

খুলনা মাস্টার্স : হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), মঞ্জুরুল ইসলাম, হাসানুজ্জামান ঝড়ু, মো. সেলিম, জামাল বাবু, মাহমুদুল হাসান রানা, মুরাদ খান, আলী ইমরান রাজন, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু, তাসরিকুল ইসলাম টোটাম, তৌহিদুল ইসলাম চপল, জিসান হাসিব ও মিজানুর রহমান। উমর খালিদ রুমি (মেন্টর)।

অলস্টারস মাস্টার্স : সেলিম শাহেদ (অধিনায়ক) হাসিবুল হোসেন শান্ত, এহসানুল হক সেজান, জাভেদ ওমর বেলিম, তালহা জুবায়ের, আজম ইকবাল, মাসুদুর রহমান মুকুল, লাভলু রহমান, সৈয়দ আদিল আহমেদ, সোহেল হোসেন পাপ্পু, নিয়াজ মোর্শেদ নাহিদ, বাকি বিল্লাহ হিমেল, ফাহিম মুনতাসির সুমিত ও মাহবুব আনাম। রকিবুল হাসান (মেন্টর)।

ঢাকা মেট্রো মাস্টার্স : খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক), মো. রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, এ আই এম মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, আনিসুল হাকিম রব্বানী, ইকবাল হোসেন, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ, সাব্বির খান শাফিন, তানভির আহমেদ ও আশফাক রহিম। এএসএম ফারুক (মেন্টর)। 

রাজশাহী মাস্টার্স : খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক) আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, আবদুল্লাহ খান বিপ্লব, তরিকুল ইসলাম, মোর্শেদ আলী খান সুমন, গাজী আলমগীর, মুশফিকুর রহমান বাবু, জাহাঙ্গীর আলম, শরিফুল হক প্লাবন, উমর শরিফ খান ও আক্তার আহমেদ। শাহনেয়াজ কবির শানু (মেন্টর)।