পিছিয়ে গেল হকির দলবদল
২৬ থেকে ২৮ এপ্রিল প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ক্লাবগুলোকে চিঠিও পাঠিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশনের লিগ কমিটি। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের কারণে দলবদল পিছিয়ে গেছে। দলবদলের নতুন তারিখ আগামী ৫ থেকে ৭ মে। ২১ মে ক্লাব কাপ দিয়ে হকি মৌসুম শুরু হওয়ার কথা।
সোমবার লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলবদল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ক্লাবগুলোও পেছানোর পক্ষে ছিল।’
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নেতৃত্বে মেরিনার ইয়াংস, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে কোনো কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড়। এই চারটি ক্লাব দলবদলে অংশ না নেওয়ার কথাও এরই মধ্যে ফেডারেশনকে জানিয়ে দিয়েছে।
তাই আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, সোনালী ব্যাংক এসসি, সাধারণ বীমা ক্রীড়া চক্র, অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব, আজাদ এসসি ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে নিয়ে দলবদলের আয়োজন করতে হচ্ছে ফেডারেশনকে।
হকি ফেডারেশনের বাইলজ অনুযায়ী, কোনো দল প্রিমিয়ার লিগে অংশ না নিলে সেই দলকে লিগ থেকে অবনমন করা হবে। তবে গত মৌসুমে মোহামেডানসহ চারটি ক্লাব লিগ বয়কট করলেও তাদের অবনমন করা হয়নি।
এবারও তাদের লিগে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে কি তাদের ভাগ্যে অবনমনের শাস্তি ঝুলছে? এমন প্রশ্নের পরিষ্কার জবাব দিতে পারেননি মইনুজ্জামান, ‘এই চারটি ক্লাবের জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। তারা অংশ না নিলে লিগ কমিটি সভায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেটা অবনমনও হতে পারে, আবার অন্য কিছুও হতে পারে।’
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া অবশ্য শাস্তি নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। তিনি বলেছেন, ‘বর্তমান লিগ কমিটির অধীনে আমরা তো এমনিতেই খেলতে চাইছি না। অবনমনের সিদ্ধান্ত নিয়ে তাই আমাদের কোনো মাথাব্যথা নেই।’