স্কয়ার ড্রাইভ

কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

Looks like you've blocked notifications!

ওয়ানডে সিরিজে অসাধারণ সাফল্য এবং টি-টোয়েন্টিতে দারুণ এক জয়ের পর বাংলাদেশ দলের মনোবল এখন তুঙ্গে। এই আত্মবিশ্বাস টেস্ট সিরিজেও দারুণ কাজে আসবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টেও সাফল্য আসবে বলে আমার বিশ্বাস।

অবশ্য ওয়ানডে বা টি-টোয়েন্টির সঙ্গে টেস্টের অনেক পার্থক্য। টেস্ট ক্রিকেটের মেজাজ একেবারেই আলাদা। তা ছাড়া টেস্ট ক্রিকেটে আমাদের দল এখনো তেমন পরিণত নয়। তাই পাকিস্তানের মতো দলের বিপক্ষে ভালো করা সহজ হবে না।

প্রতিপক্ষকে দুবার অলআউট করার সামর্থ্য আমাদের বোলারদের আছে কি না তা বলা মুশকিল। মিসবাহ-উল-হক ও ইউনিস খান যোগ দেওয়ায় পাকিস্তানের ব্যাটিং আগের চেয়ে অনেক শক্তিশালী। ওয়ানডেতে ব্যর্থ সাঈদ আজমল নিশ্চয়ই টেস্টে ভালো করতে উন্মুখ।

তাই টেস্টে ভালো করা আমাদের জন্য চ্যালেঞ্জই বটে। এই চ্যালেঞ্জে জয়ী হতে হলে ওয়ানডের চেয়ে অনেক ভালো খেলতে হবে। সে জন্য শুরুটা ভালো করা জরুরি। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে।

অবশ্য গত এক বছরে আমাদের দল অনেক পরিণত হয়েছে। টেস্টে ব্যাটসম্যান আর বোলারদের কাছে পরিণতিবোধই আশা করছি।

বাংলাদেশ দলের আরেকটি সাফল্যের প্রত্যাশা করছি। আশা করি ওয়ানডে আর টি-টোয়েন্টির ধারাবাহিকতা টেস্টেও বজায় থাকবে।

মিনহাজুল আবেদীন নান্নু :  জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।