শেখ জামালের জয়রথ ছুটছেই
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। সোমবার ষষ্ঠ রাউন্ডের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের হয়ে একমাত্র গোলটি করেন গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বো। ম্যাচের ৫৬ মিনিটে তিনি জয়সূচক গোলটি করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেখ রাসেল খেলায় সমতা আনার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।
টানা ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল পয়েন্ট তালিকায় শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে ষষ্ঠ স্থানে। সাবেক চ্যাম্পিয়ন দলটি ৩ ম্যাচ জিতেছে এবং দুটিতে হেরেছে।
আর চারবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এক পয়েন্ট কম পেয়ে পঞ্চম স্থানে।