সফল অলিম্পিয়ান, বিএমডব্লিউ আর টেন্ডুলকার

Looks like you've blocked notifications!

সারা জীবন কত পুরস্কারই না পেয়েছেন শচীন টেন্ডুলকার। ইতিহাসের সফলতম ব্যাটসম্যান এবার নিজে নেননি, বরং পুরস্কার তুলে দিয়েছেন। আজ হায়দরাবাদে এক অনুষ্ঠানে রিও অলিম্পিকের সফল তিন ক্রীড়াবিদ ও এক কোচের হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দিয়েছেন ভারতের ক্রিকেট-ঈশ্বর।

হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আগেই জানিয়েছিল, অলিম্পিকে ভারতের মুখ উজ্জ্বল করা পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার ও সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদকে বিএমডব্লিউ উপহার দেবে তারা। আজ হায়দরাবাদের গোপীচাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে এই চারজনের হাতে বিএমডব্লিউর চাবি তুলে দিয়েছেন টেন্ডুলকার। সিন্ধু ব্যাডমিন্টনে রুপা ও সাক্ষী কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন রিও ডি জেনিরোতে। আর দীপা জিমন্যাস্টিকসের একটি ইভেন্টে হয়েছেন চতুর্থ।

রিও অলিম্পিকে টেন্ডুলকারই ছিলেন ভারতীয় দলের শুভেচ্ছাদূত। আজকের অনুষ্ঠানে সফল অলিম্পিয়ানদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘ভারতের খেলাধুলার ইতিহাসে এটা এক অসাধারণ মুহূর্ত। পুরো জাতির পক্ষ থেকে আমি শুধু এ কথাই বলতে পারি, আমার পাশে দাঁড়িয়ে থাকা এই ক্রীড়াব্যক্তিত্বরা আমাদের দেশের জন্য বিশাল সম্মান বয়ে এনেছেন। পুরো জাতি এখন আনন্দে উদ্বেল। আশা করি সামনে আরো বড় কিছু আসবে।’

সিন্ধু-সাক্ষীদের ত্যাগ স্বীকারের কথা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক টেন্ডুলকার, ‘আপনাদের প্রস্তুতি ছিল দুর্দান্ত। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। লক্ষ্যের প্রতি অবিচল থাকার জন্য আপনাদের বেশ কিছু খাবার খাওয়ার অনুমতি ছিল না, ফোনে কথা বলার সুযোগ ছিল না। আমি তা ভালোমতোই জানি। রিওতে থাকার সময় আমি দেখেছি কীভাবে আপনারা লক্ষ্যের প্রতি স্থির ছিলেন। আমরা আপনাদের নিয়ে ভীষণ গর্বিত।’

অনুষ্ঠান শেষে চারজনের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্টও করেছেন টেন্ডুলকার।