ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংস চান মাশরাফি

Looks like you've blocked notifications!

ওপেনার তামিম ইকবাল ৮০ রান করে সাজঘরে ফিরে গেছেন। আর মাহমুদউল্লাহ ৬২ ও সাকিব আল হাসান ৪৮ রান করেই আউট হয়ে যান। সেট হওয়ার পর একজন ব্যাটসম্যানের এমন আউট দলের জন্য কখনো কখনো বিপদ ডেকে আনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হয়েছেও তাই। আশা জাগিয়েও বাংলাদেশ প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি।   
 
তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের কাছে আরো বড় ইংনিস খেলার প্রত্যাশা করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুটি বড় ইনিংসে দলের পুঁজি সমৃদ্ধ হয় বলে মনে করেন তিনি।
 
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'প্রথম ম্যাচে তামিম ও মাহমুদউল্লাহ সেট হওয়ার আউট হয়েছেন। তাঁদের দুজনেরই সেঞ্চুরি করার  সুযোগ ছিল। সে সময় তাঁদের আউট হওয়াটা ঠিক হয়নি।'
 
তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা বাংলাদেশ অধিনায়কের, 'দলের ভালো পুঁজি গড়ার জন্য আন্তত পক্ষে  দুজন ব্যাটসম্যানে দুটি বড় ইনিংস খেলতে হবে। তাহলে প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দাঁড় করানো যাবে। আমি আশাবাদী প্রথম ম্যাচের ভুল-ত্রুটি কাটিয়ে ওঠে দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারবে।'
 
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানরা বড় কোনো সাফল্য না পওয়ায় দলের ইনিংসটি বড় করা সম্ভব হয়নি। তাই এই ম্যাচে অতিথি দলটি জয়ের একেবারেই কাছাকাছি চলেও গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তাই আগে থেকেই সতর্ক বাংলাদেশ।