‘জীবন পেলে আমি ভালো খেলি না, আজ হলো ব্যতিক্রম’

Looks like you've blocked notifications!

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ একটি শতক পেয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এটি তাঁর ক্যারিয়ারের সপ্তম শতক। দীর্ঘদিন পর এই শতক পেলেন তিনি। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও এই শতকে দারুণ খুশি তিনি।

অবশ্য ইনিংসের মাত্র এক রানের মাথায় জীবন পেয়েছিলেন তামিম। সে সময় তাঁর একটি সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন আফগানিস্তান অধিনায়ক আজগর স্তানিকজাই। ম্যাচে এই জীবন পেয়ে তিনি খেলে ফেললেন ১১৮ রানের দারুণ একটি ইনিংস।

অথচ জীবন পেলে নাকি তামিম খুব একটা ভালো খেলতে পারেন না। এই সম্পর্কে তিনি বলেন, ‘এমনিতেই কোনো ম্যাচে জীবন পেলে আমি খুব একটা ভালো খেলে থাকি না। কিন্তু এদিন কেন জানি একটু আত্মবিশ্বাসী ছিলাম। তাই খেলে ফেললাম একটা ভালো ইনিংস।’

প্রতিটি শতকই তামিমের কাছে স্পেশাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিপক্ষ কে তা নিয়ে আমি কখনই ভাবি না। প্রতিটি শতকই আমার কাছে স্পেশাল। এই দিনের শতকটি ভালোলাগার এই জন্য যে, দলের সিরিজ নির্ধারণী ম্যাচে এই শতক করতে পেরেছি।’

তামিমের এই শতকের দিনে বাংলাদেশ ১৪১ রানে হারিয়েছে আফগানিস্তানকে। আর সিরিজ জিতেছে ২-১-এ। সেই সঙ্গে বাংলাদেশ জিতেছে শততম ওয়ানডে ম্যাচ।