মালয়েশিয়ান ওপেনে সিদ্দিকুর ব্যর্থ
মালয়েশিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৭৫তম হওয়ায় তৃতীয় রাউন্ডে উঠতে পারেননি বাংলাদেশের সেরা গলফার।
শুক্রবার কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে প্রথম ৭৪ জন দ্বিতীয় রাউন্ড পার হয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। ‘কাট’-এর নিচে থাকায় সিদ্দিকুর পরের পর্বে উঠতে পারেননি।
টুর্নামেন্টের শুরুটাও ভালো হয়নি দেশের প্রথম পেশাদার গলফারের। গত বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে ১২১তম স্থানে ছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে কিছুটা উন্নতি করলেও পরের পর্বে ওঠার আশা পূরণ হয়নি তাঁর।
বিদেশের মাটিতে বছরের প্রথম টুর্নামেন্টে ব্যর্থ হলেও এ মাসেই সফল হওয়ার আরো দুটি সুযোগ পাচ্ছেন সিদ্দিকুর। ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ড ক্লাসিক টুর্নামেন্ট এবং ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনে অংশ নেবেন তিনি। এর মধ্যে ইন্ডিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সিদ্দিকুর।