লন্ডনে বর্ণবাদের শিকার সাঙ্গাকারা!
মাত্র কিছু দিন আগে বিশ্বকাপে টানা চারটি শতক করে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে এমন কৃতিত্ব আর কারো নেই। অথচ তিনিই কিনা লন্ডনের একটি বিমানবন্দরে হেনস্তার শিকার! শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
ইংলিশ কাউন্টি সারের হয়ে খেলতে লন্ডনে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা পাওয়া তো দূরের কথা, সাঙ্গাকারাকে উল্টো সহ্য করতে হয়েছে অভিবাসন কর্মকর্তাদের বিরূপ আচরণ। গত ১৫ বছরে অনেকবার ইংল্যান্ডে গেলেও এমন তিক্ত অভিজ্ঞতা কখনো হয়নি তাঁর। টুইটারে তিনি লিখেছেন, ‘গত রাতে লন্ডনে এসেছি। অমার্জিত ও চরম অভদ্র অভিবাসন কর্মকর্তাদের কারণে এবার ভয়াবহ অভিজ্ঞতা হল। একজন মানুষের শরীরের রং, ধর্ম বা বর্ণ কোনো ব্যাপার নয়। প্রত্যেক সদাশয় পর্যটকের ভদ্রতা প্রাপ্য।’
খোলাখুলি কিছু না বললেও বিমানবন্দর কর্মকর্তাদের দুর্ব্যবহারের কথা পরোক্ষভাবে টুইটারে লিখেছেন সাঙ্গাকারা, ‘নিরাপত্তার গুরুত্ব আমি ভালোমতোই বুঝি। কিন্তু সামান্য সৌজন্য আর ভদ্রতা তো আশা করাই যায়।’ তবে একজন ‘অভদ্র’ কর্মকর্তা বাদে বাকিদের প্রশংসাই করেছেন শ্রীলঙ্কার পক্ষে টেস্ট-ওয়ানডে দুটোতেই সবচেয়ে বেশি রানের মালিক, ‘ভাগ্য ভালো যে যুক্তরাজ্যের বাকি অভিবাসন কর্মকর্তারা খুবই ভালো।’
কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানকে ভিসা-বিভ্রাটের কারণে কলকাতা বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা আটকে থাকতে হয়েছিল।