অনেক দিন পর আলোচনায় এনামুল
কয়েক দিন আগে তাঁর খেলার প্রশংসায় মেতে উঠেছিলেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তখনই ফুটবলাঙ্গনে গুঞ্জনটা ছড়িয়ে পড়ে, ‘এনামুল হক কি তাহলে জাতীয় দলে ফিরছেন?’ শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। প্রায় সাড়ে চার বছর পর জাতীয় দলে ফেরার পথ প্রশস্ত হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অধিনায়ক এনামুলের।
সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্রুইফ। এই দলে আছে অভিজ্ঞ স্ট্রাইকার এনামুলের নাম। ২০১০ সালের নভেম্বরে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে সর্বশেষ খেলেছিলেন তিনি।
ক্রুইফের দলে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান ফুটবলার রিয়াসাত ইসলামও। ২০১৩ সালে কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে ছিলেন তিনি। তবে মূল দলে জায়গা করে নিতে পারেননি।
প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ১৭ মে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ক্যাম্প শুরু হবে সেদিন থেকেই।
৩০ মে সিঙ্গাপুর এবং ২ জুন আফগানিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১১ ও ১৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান ও তাজিকিস্তান।
৩২ সদস্যের প্রাথমিক দল :
গোলরক্ষক : রাসেল মাহমুদ, শহীদুল আলম, মাজহারুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম।
ডিফেন্ডার : রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোহাম্মদ লিঙ্কন, রেজাউল করিম, কেষ্ট কুমার।
মিডফিল্ডার : হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম, রিয়াসাত ইসলাম, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড : তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আব্দুল বাতেন কোমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, তৌহিদুল আলম ও এনামুল হক।