সাক্ষাৎকার

‘আপাতত সব ভাবনা, পরিকল্পনা বিপিএল ঘিরে’

Looks like you've blocked notifications!

মেহেদি হাসান মিরাজ, বাংলাদেশের ক্রিকেটের নতুন আকাশের তারা। ইংল্যান্ড বধের নায়ক। খুলনা মহানগরের খালিশপুরে একটি ছোট্ট ভাড়া বাড়িতে তাঁর পরিবারের বাস। টিনশেডের সেই ঘরে বাবা-মা আর ছোট বোনকে নিয়ে তাঁদের সংসার। আর সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন। ইংল্যান্ড সিরিজের সাফল্য এবং প্রধানমন্ত্রীর উপহার নিয়েই এনটিভি অনলাইনকে বিস্তারিত জানিয়েছেন এই তরুণ-তুর্কি-

প্রশ্ন : কেমন আছেন?

মিরাজ : বেশ ভালো। নিশ্চয়ই আপনিও ভালো আছেন।

প্রশ্ন : ইংল্যান্ড সিরিজের পর সময় নিশ্চিয়ই খুবই ভালো কাটছে?

মিরাজ : হ্যাঁ, নিশ্চয়ই। গত কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। বিশেষ করে যখন খুলনায় ছিলাম তখন। আমার এলাকার মানুষজনের ভালোবাসা পেয়ে আমি আমি খুবই মুগ্ধ। এটি আমার জন্য আশীর্বাদও বটে।

প্রশ্ন : ইংল্যান্ড সিরিজের সাফল্য আপনার জন্য কেমন অনুভূতির?

মিরাজ : আমি কখনোই আশা করিনি ইংল্যান্ডের বিপক্ষে এতেটা ভালো কিছু করব। সব সময়ই আমার একটা লক্ষ্য ছিল গড়পড়তা একটা পাফরম্যান্স করা। তবে এই পারফরম্যান্স ভবিষ্যতে আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।  

প্রশ্ন : প্রধানমন্ত্রী আপনার পরিবারের জন্য একটি পাকা বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন। কেমন লাগছে আপনার?

মিরাজ : প্রধনন্ত্রীর এই ঘোষণা আমার কাছে উপহারের মতো। আর এই উপহার আমার কাছে অনেক বড় সম্মানের।

প্রশ্ন : এতে নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন?

মিরাজ : সত্যিই খুবই খুশি হয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রশ্ন : বিষয়টি নিয়ে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে আপনার কথা হয়েছে?

উত্তর : হ্যাঁ, কথা হয়েছে। তবে কবে বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু হবে তা এখনো ঠিক হয়নি। আলোচনা করেই সব কিছু ঠিক হবে বলে আশা করছি।

প্রশ্ন : এখন পরবর্তী পরিকল্পনা কী আপনার?

মিরাজ : আপাতত বিপিএলকে ঘিরেই আমার সব ভাবনা এবং সব পরিকল্পনা। আশা করছি ইংল্যান্ড সিরিজের মতো বিপিএলেও ভালো কিছু করতে পারব।