এএইচএফ কাপে বাংলাদেশের দারুণ শুরু
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ জাতীয় দল। স্বাগতিক হংকংকে হারিয়ে আসরটি শুরু করেছেন জিমি-চয়নরা। গতবারের চ্যাম্পিয়নরা এই ম্যাচে জিতেছে ৪-২ গোলে।
দলের জয়ে মূল অবদান রাখেন অভিজ্ঞ ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন ও ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। দেশসেরা এই দুই হকিতারকা এদিন করেছেন দুটি করে গোল।
ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলে গোলের সূচনা এনে দেন চয়ন। দলের ব্যবধান দ্বিগুণ হয়েছে তাঁর গোলেই। সেই একইভাবে পেনাল্টি কর্নার থেকেই তিনি করেন গোলটি।
অল্প কিছুক্ষণ পর দলের গোল ব্যবধান আরো বড় করেন জিমি। ৩৩তম মিনিটে তিনি পেনাল্টি স্ট্রোক থেকে দলের হয়ে তৃতীয় এবং ব্যক্তিগত প্রথম গোলটি করেন।
অবশ্য দুই মিনিট পর একটি গোল করে ব্যবধান কিছু কমায় হংকং। স্বাগতিকদের হয়ে তিসাং কিন কান করেন গোলটি। তখন গোল ব্যবধান দাঁড়ায় ৩-১-এ।
৪২ মিনিটে সিউ চু মিং হংকংয়ের হয়ে আরেকটি গোল করে ম্যাচের ফেরার আশা জাগিয়ে তোলেন (৩-২)। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি, ৫২ মিনিটে জিমি বাংলাদেশ দলের পক্ষে আরেকটি গোল করেন।
সোমবার আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে চায়নিজ তাইপের।