স্বপ্নের মতো বছর কাটালেন মারে
এ সময়ের অন্যতম সেরা তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে আগের ১৫টি মুখোমুখি লড়াইয়ে ১৩টিতেই হেরেছিলেন অ্যান্ডি মারে। এই পরিসংখ্যানের হিসাবে এটিপি ট্যুর ফাইনালে নিশ্চিতভাবেই এগিয়ে ছিলেন জোকোভিচ। কিন্তু এ বছরটা পুরোপুরি নিজের করে নেওয়ার কোনো চেষ্টাই বাদ রাখেননি মারে। অনেক সাফল্যের এই বছরের শেষটাও দারুণভাবে করেছেন এই ব্রিটিশ তারকা। জোকোভিচকে ৬-৩, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়ে টেনিস র্যাংকিংয়ের শীর্ষস্থানটা রেখেছেন নিজের দখলে।
এ বছর চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতেই ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন মারে। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে হেরে নিতে পারেননি শিরোপা জয়ের স্বাদ। কিন্তু উইম্বলডনে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিলেন মারে। জিতেছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন শিরোপা। সাফল্য পেয়েছিলেন অলিম্পিকেও। জিতেছিলেন স্বর্ণপদক। জোকোভিচের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন টেনিস র্যাংকিংয়ের শীর্ষস্থান। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্যই বছরের শেষ প্রতিযোগিতা এটিপি ট্যুর ফাইনালে আবার মারেকে নামতে হয়েছিল জোকোভিচের বিপক্ষে। সেখানেও দারুণ নৈপুণ্য দেখিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন মারে। আগামী বছর টেনিসের শীর্ষ খেলোয়াড় হিসেবেই নতুন মৌসুম শুরু করতে পারবেন এ সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়।
এ বছর দুর্দান্ত এই সাফল্যের পর মারেকে সম্মানসূচক নাইট পদবিতে ভূষিত করার দাবিও তুলেছেন অনেকে। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব টটেনহামের সাবেক সভাপতি অ্যালাস সুগার ইংল্যান্ডের রানীর দৃষ্টি আকর্ষণ করে টুইটারে লিখেছেন, ‘অ্যান্ডি মারেকে বিবেচনা করা হোক নাইটহুডের জন্য। তিনি বিশ্বসেরা খেলোয়াড়।’
মারে নিজে অবশ্য এত কিছু ভাবছেন না। অনেক কষ্টে যে শীর্ষস্থানটা দখল করেছেন, সেটা ধরে রাখার দিকেই মনোযোগ এই টেনিস তারকার, ‘অবশ্যই আমি চেষ্টা করব এই জায়গাটা ধরে রাখার জন্য। গত পাঁচ-ছয় মাস অনেক পরিশ্রম করে এখানে আসতে পেরেছি। এটা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আার আমি এখন এটা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’