এএইচএফ কাপ হকি

বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি

Looks like you've blocked notifications!

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে এর আগে দুবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। জিমি-চয়নদের সামনে আরেকবার শিরোপার হাতছানি এসেছে। আজ রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই তৃতীয়বারের মতো এই আসরের শিরোপা জিতবে তারা।

হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এর আগে ২০০৮ ও ২০১২ সালে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা জিতলে বাংলাদেশ সরাসরি এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী বছর এশিয়া কাপ ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল শনিবার সেমিফাইনালে ৮-০ গোলে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে ফাইনাল ওঠে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে তারা স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে চায়নিজ-তাইপের বিপক্ষেও একই ব্যবধানে জিতে। গ্রুপের শেষ ম্যাচে ম্যাকাওকে ১৩-০ বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল।