চেলসির জয়, ম্যানসিটির ড্র
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আবার জয়ের ধারায় ফিরেছে চেলসি। অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরো মজবুত করেছে জোসে মরিনিয়োর শিষ্যরা। অন্যদিকে নিজেদের মাঠে নিচের সারির দল হাল সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে আবার পয়েন্ট নষ্ট করেছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
২৪ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৫৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান সাত পয়েন্ট।
শনিবার অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে শুরুতে এগিয়ে গিয়েছিল চেলসি। আট মিনিটে গোল করেছিলেন চেলসির মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় সমতা ফেরান অ্যাস্টন ভিলার ডিফেন্ডার জোরেস ওকোরে। ৬৬ মিনিটে চেলসির পক্ষে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ।
অন্যদিকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হারের শঙ্কা চেপে ধরেছিল ম্যানসিটিকে। ৩৫ মিনিটে হাল সিটিকে এগিয়ে দেন ডেভিড মেলার। খেলার প্রায় শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়েও ছিল অতিথি দল। কিন্তু ইনজুরি সময়ে সমতাসূচক গোল করে স্বাগতিকদের রক্ষা করেন মিডফিল্ডার জেমস মিল্নার।
আরো একটি ম্যাচে পয়েন্ট নষ্ট করে শিরোপা-লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল ম্যানসিটি। এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকল গতবারের শিরোপাজয়ীরা।