দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের হতাশা
প্রথম ম্যাচে দারুণ এক জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। সোমবার অলিম্পিকের মধ্য এশিয়া অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে কিরগিজস্তান ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়লেও একটি সেটও জিততে পারেনি।
আগের দিন অবশ্য এই কিরগিজস্তানই ৩-১ সেটে হেরেছিল নেপালের কাছে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ সেটে জিতেছিল মালদ্বীপের বিপক্ষে।
দিনের আগের ম্যাচে তুর্কমেনিস্তান ৩-২ সেটে আফগানিস্তানকে হারায়।