রিয়ালের কোচ আনচেলত্তি বরখাস্ত
রিয়াল মাদ্রিদ মাত্র এক বছর আগে বহু আকাঙ্ক্ষিত ‘লা দেসিমা’ বা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা জিতেছিল কার্লো আনচেলত্তির অধীনে। গত মৌসুমে রিয়াল সমর্থকরা ভেসেছিল কোপা দেল রে জয়ের আনন্দেও। কিন্তু স্পেনের সফলতম ক্লাবে যে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, তা ভালোমতোই টের পেলেন আনচেলত্তি। এবারের মৌসুমে একটিও শিরোপা জিততে না পারার ব্যর্থতা মাথায় নিয়ে বিদায় নিতে হলো এই ইতালিয়ান কোচকে। লা লিগা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গে আনচেলত্তিকে বরখাস্ত করেছে রিয়াল।
এ মৌসুমে রিয়ালের ব্যর্থতা কিছুটা বিস্ময়কর। লা লিগায় রানার্সআপ, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল আর কোপা দেল রের শেষ ষোল দলের লড়াই থেকে বিদায় নিয়েছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি।
সোমবার এক সংবাদ সম্মেলনে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, ‘কার্লো আনচেলত্তিকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল আমাদের জন্য। কিন্তু রিয়াল মাদ্রিদে আমরা সহজ সিদ্ধান্ত নিতে আসিনি। প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক সিদ্ধান্তই নিতে হবে আমাদের।’
রিয়ালের এই সিদ্ধান্ত সহজভাবেই নিয়েছেন আনচেলত্তি। টুইটারে তিনি লিখেছেন, ‘দুটো দুর্দান্ত বছরের স্মৃতি নিয়ে আমি বিদায় নিচ্ছি... ক্লাব, দর্শক ও আমার খেলোয়াড়দের অনেক ধন্যবাদ।’
২০১৩ সালের জুনে কোচের দায়িত্ব নিয়ে রিয়ালকে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছিলেন আনচেলত্তি। প্রথম মৌসুমে তাঁর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা দেল রে ছাড়াও গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও জিতেছিল রিয়াল।
এরই মধ্যে আনচেলত্তির উত্তরসূরী নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে স্প্যানিশ গণমাধ্যমে। রিয়ালের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে নাপোলির বর্তমান কোচ রাফা বেনিতেজের নাম।