হাঁটুতে সফল অস্ত্রোপচার ধোনির, কবে ফিরবেন মাঠে?

Looks like you've blocked notifications!
মহেন্দ সিং ধোনি। ছবি : এএফপি

সদ্য সমাপ্ত আইপিএলে নিজের সর্বস্ব উজাড় করে দলকে শিরোপা জয়ের স্বাদ দেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের পঞ্চম শিরোপা জয়ের নেপথ্যে বেশ বড়সড় ভূমিকা পালন করেছেন ধোনি। হাঁটুর চোট নিয়েই খেলেছেন ম্যাচের পর ম্যাচ, দলকে দিয়েছেন নেতৃত্ব। তবে শেষমেশ সুস্থ হতে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে ধোনিকে।

আজ বৃহস্পতিবার (১ জুন) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। চেন্নাইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ধোনি ভালো আছেন এবং আগামী দুই-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তিনি কয়েক দিন বিশ্রামে থাকবেন। আশা করা হচ্ছে, পরের আইপিএলে খেলতে ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন তিনি।’

গত সোমবার আহমেদাবাদে আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। প্রতিযোগিতার ইতিহাসে এটি তাদের পঞ্চম শিরোপা। শিরোপার জেতার পর মুম্বাইয়ে উড়ে যান ধোনি। সেখানে গিয়ে তিনি বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলের চিকিৎসক দীনশ পার্দিওয়ালার কাছ থেকে পরামর্শ নেন।

চোট নিয়ে ২০২৩ আইপিএলে খেললেও উইকেটকিপিংয়ের সময় ধোনি ছিলেন সাবলীল। তবে মাঝেমাঝে অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। রান নেওয়ার জন্য উইকেটের মধ্যে দৌড়ানোর সময়ও তাকে স্বস্তিতে দেখা যায়নি। চেন্নাই সুপার কিংস এবং হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে যে অস্ত্রোপচার একেবারে সফল হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আপাতত একেবারে ফিট রয়েছেন। তবে ডিসচার্জ হওয়ার আগে ধোনিকে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে জানা গেছে।