ফুটবলকে বিদায় বলে দিলেন ইব্রাহিমোভিচ
কদিন আগেও জানিয়েছিলেন—এখনই অবসর নয়। কিন্তু হঠাৎই বদলে গেল সেই সিদ্ধান্ত। ফুটবলের রঙিন ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মাঠ ভর্তি সমর্থকদের ভালোবাসায় ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন ৪১ বছর বয়সী সুইডিশ এই তারকা।
গতকাল রোববার রাতে ইব্রাহিমোভিচকে বিদায় জানাতে সব প্রস্তুতি নিয়েই মাঠে আসেন ভক্তরা। গ্যালারি জুড়ে দর্শকদের মুখে শোনা যাচ্ছিল—ইব্রার নাম। ব্যানারে লেখা ছিল—গুড বাই। এমন পরিস্থিতি কিছুটা আবেগি করে তুলে ইব্রাকে। নিজেকে সুপারম্যান দাবি করা ইব্রাও যেন আবেগাপ্লুত হয়ে পড়েন। এর পর হাত দিয়ে বুকের ওপর হৃদয়ের আকৃতি তৈরি সমর্থকদের উড়ন্ত চুমো উপহার দেন। জানিয়ে দেন, এবার থামছেন তিনি।
ম্যাচের পর এসি মিলানের খেলোয়াড় ও স্টাফরা গার্ড অব অনার দেন ইব্রাকে। এরপর ম্যাচ শেষে ইব্রা জানান, অবসরের সিদ্ধান্তটা আগে থেকে কাউকেই জানাননি তিনি। তাঁর কথায়, ‘আমার পরিবারও জানত না। আমি চেয়েছিলাম, আমার অবসরের খবরটা সবাই একসঙ্গে শুনুক। সাংবাদিকরা ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করলে কী বলব এ আতঙ্কে থাকতাম এত দিন। এখন বলব, আমি প্রস্তুত।’
এরপর ইব্রা বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’
পেশাদার ক্যারিয়ারে ৯৮৮ ম্যাচে ৫৭৩ গোল করেছেন ইব্রা। এই সময়ে ৩২টি ট্রফি জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স জয়ের স্বাদ পাননি কখনও। ১৯৯৯ সালে স্বদেশী ক্লাব মালমে এফএফ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সিতে খেলেন। ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় এসি মিলানে ফেরেন তিনি ৬ মাসের চুক্তিতে। এবার সব পাট চুকিয়ে ২৪ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন এই সুইডিশ তারকা।