তৃতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট, চাপে ভারত

Looks like you've blocked notifications!
বল হাতে দিনটা অস্ট্রেলিয়ার। ছবি : অস্ট্রেলিয়ান মেনস ক্রিকেট টিমের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে নেওয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে আজ শুক্রবার (৯ জুন) ভারত-অস্ট্রেলিয়া লড়াইটা হয়েছে সমানে সমান। দিনের প্রথম সেশনের পুরোটাই আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরময়। দিনের শুরুতে শ্রীকর ভারতের উইকেট হারিয়েও ঘুরে দাঁড়ায় ভারত। রাহানে (৮৯)-শার্দুল (৫১) মিলে ফলোঅনের চোখ রাঙানি থেকে বাঁচান ভারতকে। কিন্তু দ্বিতীয় সেশনে নিজেদের ফিরে পায় অস্ট্রেলিয়ার বোলাররা।

বেশ দ্রুত ভারতের বাকি থাকা চার উইকেট তুলে নেন তারা। প্রথম ইনিংসে ভারত অলআউট হয় ২৯৬ রানে। অস্ট্রেলিয়া পায় ১৭৩ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। লিড ২৯৬ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে (১) উইকেটের পেছনে ভারতের ক্যাচে পরিণত করেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি আরেক ওপেনার উসমান খাজা (১৩)। তাকে ফেরান উমেশ যাদব।

২৪ রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে হাল ধরার চেষ্টা করেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। দুজনে মিলে গড়েন ৬২ রানের জুটি। জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক মেলেনি স্মিথের (৩৪)। সেই ক্যাচ লুফে নিতে অসুবিধা হয়নি শার্দুল ঠাকুরের। স্মিথের পর প্রথম উনিংসের আরেক সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডকেও (১৮) নিজের শিকারে পরিণত করেন জাদেজা। নিজের বলে ফিরতি ক্যাচ নেন নিজেই।

দিনের বাকি সময়ে আর উইকেট হারায়নি অসিরা। ৪১ রানে লাবুশেন ও ৭ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন।

ভারতের পক্ষে দুই উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট পান সিরাজ ও যাদব।

এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেচিল ভারত।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর : ভারত প্রথম ইনিংস ৬৯.৪ ওভারে ২৯৬/১০ (রাহানে ৮৯, ভারত ৫, শার্দুল ৫১, যাদব ৫, শামি ১৩, সিরাজ ০*;  কামিন্স ২০-২-৮৩-৩, বোল্যান্ড ২০-৬-৫৯-২, গ্রিন ১২-১-৪৪-২, স্টার্ক ১৩.৪-০-৭১-২. লায়ন ৪-০-১৯-১)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ৪৪ ওভারে  ১২৩/৪ (ওয়ার্নার ১, খাজা ১৩,  স্মিথ ৩৪, হেড ১৮,লাবুশেন ৪১*, গ্রিন ৭* ; শামি ১০-৪-১৭-০, সিরাজ ১২-২-৪১-১, শার্দুল ৬-১-১৩-০, যাদব ৭-১-২১-১, জাদেজা ৯-৩-২৫-২)