ব্যালন ডি’অরের দৌড়ে যাকে এগিয়ে রাখলেন রোনালদো

Looks like you've blocked notifications!
মেসি, রোনালদো ও হলান্ড। ছবি : এএফপি

ব্যালন ডি’ওরকে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের সম্মান হিসেবে গণ্য করা হয়। ২০২২-২৩ মৌসুমে কে জিতবেন ব্যালন ডি’অর? লিওনেল মেসি ও আর্লিং হলান্ড এবার ব্যালন ডি’অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে। এই দুজনের মধ্যে কার হাতে উঠতে পারে বর্ষসেরার পুরস্কার, তা জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবারের সোনার বল জয়ী রোনালদো আলবিসেলেস্তে টক সাময়িকীকে বলেন, ‘মেসি ব্যালন ডি’অর জেতার অন্যতম দাবিদার। আমার মনে হয়, ওর হাতে উঠবে এবার। ও বিশ্বকাপ জিতেছে। যেটা খুব বড় টুর্নামেন্ট। তাই, স্বাভাবিকভাবেই ওর হাতে ব্যালন ডি’অর ওঠবে বলে প্রত্যাশা করছি।’ 

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মেসি। কাতারের লুসাইল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের মীমাংসা হয়েছিল পেনাল্টি শ্যুট আউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে।

জাতীয় দলের জার্সিতে সফল মেসি, ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে নিজের সেরাটা দিতে পারেননি। মেসি বিগত দুই বছর পিএসজির জার্সিতে দুবার লিগ ওয়ান জেতা ছাড়া তেমন অর্জন নেই মেসির। সম্প্রতি প্যারিস ছেড়ে ইন্টার মিয়ামিতে পাড়ি জমিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড  ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন। তবে, জাতীয় দলের জার্সিতে তেমন সাফল্য নেই হলান্ডের। তাই শেষমেশ কার হাতে ওঠে ব্যালন ডি’অরের ট্রফি, সেটা দেখতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছু দিন।