মুমিনুলের মতে, টেস্ট খেলা প্যাশনের ব্যাপার

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে মুমিনুল হক। ছবি : বিসিবি

মুমিনুল হক ছন্দে ফিরলেন। ছন্দে ফেরার চেয়ে যে বিষয়টি বড়, টেস্টে তিনি সেঞ্চুরির দেখা পেয়েছেন। ২৬ ইনিংস পর পাওয়া শতক দেশের হয়ে তার ১২ তম সেঞ্চুরি। চার মাস বিরতি দিয়ে সাদা পোশাকে খেলতে নেমেছেন সাবেক অধিনায়ক। নেমেই পেলেন কাঙ্ক্ষিত শতকের দেখা।

টেস্ট ক্রিকেটটা বরাবরই উপভোগ করেন মমিনুল। টেস্টে বাংলাদেশের স্পেশালিষ্ট ব্যাটার ভাবা হতো তাকে। এই ব্যাটারের মধ্যেও লাল বলে খেলার তাড়না সবসময়ই ছিল। এমনকি, শুরুর দিকে তার গড় ছিল স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ।

তবু ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন, ‘এটি বলাটা খুব কঠিন। আমার কাছে মনে হয় এটা প্যাশনের ব্যাপার। কেউ স্বপ্ন দেখে লাল বল খেলবে বা সব ফরম্যাট খেলবে। এখনকার যুগে অনেকে চিন্তা করে টাকার দিকে। যেভাবে আপনি চিন্তা করেন। যার প্যাশন থাকে টেস্ট ক্রিকেট খেলার বা যে স্বপ্নটা দেখবে, তার নিজেকে ওভাবে তৈরি করতে হবে।’

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলের কোচ হয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়েছে লিটন-মিরাজরা। বিশেষ করে তরুণরা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আয়ারল্যান্ডের পর আফগানিস্তানের বিপক্ষেও যা দেখা গেছে। লাল বলে তরুণদের আগ্রহ নিয়ে কথা বলেছেন মুমিনুলও।

তরুণদের নিয়ে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় এটা সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। নতুন যারা শিখছে, দীপু ঢুকল। অন্যরা যারা আছে, নাইন্টিনে যারা আছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে। তারা কেউ খালি সাদা বল খেলতে চায় না। সবার ভেতরে লাল বল খেলার আগ্রহ আছে। লাল বল খেলতে ওই প্যাশন বা ড্রিমটা দেখতে হবে।’

তরুণ হিসেবে শুরু করা মুমিনুল আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়েছেন এক দশকের বেশি সময়। চড়াই-উৎরাই পেরিয়েছেন অনেক। তার সময়ের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশে তফাৎ অনেক। ছন্দে থাকলে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম ভরসা। সময়ের বাঁক বদলে আরও পরিণত মুমিনুলকেই দরকার বাংলাদেশ দলের।