ভারত দ্রুতই বৈশ্বিক শিরোপা জিতবে, বলছেন ক্লাইভ লয়েড

Looks like you've blocked notifications!
ভারতীয় ক্রিকেট দল। ছবি : এএফপি

ক্রিকেটের যে কোনো বৈশ্বিক আসর শুরু হওয়ার আগে ভারতকে ফেভারিটের তালিকায় ওপরের দিকেই রাখা হয়। ভারতীয় দলটাও সবসময় শিরোপা জয়ের জন্যই লড়ে। নিজেদের গড়েও তোলে সেভাবে। তবু, ২০১৩ সালের পর আইসিসির কোনো ইভেন্টে শিরোপা নেই ভারতের।

এবার সুযোগ আছে তাদের সামনে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। এবার সেই সুযোগ কাজে লাগাতে পারে কি না সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। তবে, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্লাইভ লয়েড মনে করছেন, দ্রুতই বৈশ্বিক শিরোপা জিতবে ভারত।

ভারতীয় ওয়েবসাইট রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিবীয় কিংবদন্তি বলেছেন, ‘আপনারা(ভারত)  তো শিরোপার কাছাকাছি পৌঁছেই যাচ্ছেন। নিয়মিত সেমিফাইনাল ও ফাইনালে খেলছেন। বেশ কয়েকটি ফাইনালে পা রেখেছেন। আমার মনে হয়, ভারতের ভবিষ্যৎ এখন ভালো। কারণ, এখন আইপিএল আছে তাদের।’

ক্লাইভ লয়েড এরপর বলেন, ‘তাছাড়া ৫০ ওভারের ক্রিকেটে আপনারা ভালো দল, এটা বিশ্বাস করার সব কারণই আছে। আপনাদের টেস্ট দল দুর্দান্ত। বড় টুর্নামেন্টে শিরোপাও আপনাদের জন্য স্রেফ সময়ের ব্যাপার। দুনিয়াতে সবকিছুই একটি চক্র মেনে চলে এবং আমি নিশ্চিত, সামনেও এভাবেই চলবে।’

আসন্ন বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন ক্রিকেট বোদ্ধারা। তার ওপর ঘরের মাঠ। সব সুবিধা কাজে লাগিয়ে এবার বৈশ্বিক শিরোপা ঘরে তুলতে পারে কি না সেটা সময় বলে দেবে!