বিরল রেকর্ডে নাম লেখালেন অশ্বিন

Looks like you've blocked notifications!
উইকেট পাওয়ার পর কোহলির সঙ্গে উল্লসিত অশ্বিন। ছবি : এএফপি।

ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৩১। স্ট্রাইকে তেজনারায়ণ চন্দরপল, বল করছেন রবিচন্দ্রন অশ্বিন। বোল্ড করলেন চন্দরপলকে। ওয়েস্ট ইন্ডিজ হারাল প্রথম উইকেট। খুব আহামরি কিছু নয়। ক্রিকেট খেলাটাই তো এমন। কিন্তু, এই একটি উইকেটে টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে বিরল এক কীর্তি গড়লেন অশ্বিন।

গতকাল বুধবার (১২ জুলাই) থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্টে তেজনারায়ণ চন্দরপলকে আউট করে বাবা-ছেলে দুজনকেই আউট করা প্রথম ভারতীয় বোলার হলেন অশ্বিন।

তেজনারায়ণের বাবা কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে শিবনারায়ণকে আউট করেছিলেন অশ্বিন। এক যুগ পর করলেন ছেলেকে। প্রথম ভারতীয় হলেও ক্রিকেটে তিনিই প্রথম বোলার নন। অশ্বিনের আগে টেস্টে বাবা-ছেলেকে আউট করার কীর্তি আছে আরও চার বোলারের। তবে মজার ব্যাপার হচ্ছে, বোলার আলাদা পাঁচজন হলেও বাবা-ছেলের জুটিটা দুজনের। তিনবার আউট হয়েছেন শিব-তেজ, বাকি দুবার নিউজিল্যান্ডের বাবা ল্যান্স কেয়ার্ন্স ও ছেলে ক্রিস কেয়ার্ন্স।

গতকাল প্রকাশিত ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে জানা যায়, সবার আগে বাবা ছেলেকে আউট করার কীর্তি গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথাম। ১৯৭৮ সালে বাবা ল্যান্স কেয়ার্ন্সকে আউট করেন এবং ১৯৯২ সালে ক্রিস কেয়ার্ন্সকে আউট করে প্রথমবার ক্রিকেট বিশ্বকে এমন কিছু দেখান তিনি।

কেয়ার্ন্স জুটিকে এরপর নিজের শিকার বানান পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিন আকরাম। ১৯৮৫ সালে বাবাকে ও ১৯৯৫ সালে ছেলেকে আউট করে বোথামের পাশে বসেন তিনি। গত শতাব্দীতে আর এমন কিছু দেখেনি ক্রিকেট দুনিয়া। চলতি শতাব্দীতে দেখেছে তিনবার।

শিবনারায়ণ চন্দরপলকে ২০১১ সালে ভারতের অশ্বিন, ২০১২ সালে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার আউট করেন। বাবার পর ছেলে তেজনারায়ণ চন্দরপলকে স্টার্ক আউট করেন ২০২২ সালে, অশ্বিন ও হারমার চলতি বছর।