উইম্বলডন থেকে রিবাকিনার বিদায়

Looks like you've blocked notifications!
হারের পর প্রতিপক্ষকে জড়িয়ে ধরেন রিবাকিনা। ছবি : এএফপি

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেটটা ভালোই কাটে এলিনা রিবাকিনার। লড়াই করে হলেও প্রথম সেট জিতে নেন। কিন্তু পরের দুই সেটে দেখা গেল ভিন্ন চিত্র। জয় দিয়ে শুরু করেও পরের দুই সেটে তিউনিসিয়ার টেনিস খেলোয়াড় ওন্স জাবেরের সামনে দাঁড়াতেই পারলেন না গতবারের চ্যাম্পিয়ন রিবাকিনা। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো কাজাখস্তানের রিবাকিনাকে।

নারী এককের কোয়ার্টার-ফাইনালে ষষ্ঠ বাছাই জাবেরের কাছে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে হারেন রিবাকিনা। উইম্বলডনের গত আসরের ফাইনালে রিবাকিনার কাছে হেরেই স্বপ্ন ভেঙেছিল জাবেরের। এবার সেই রিবাকিনাকে হারিয়েই ফাইনালের পথে আরেকধাপ এগিয়ে গেলেন তিউনিসিয়ার তারকা।

সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন জাবের। সাবালেঙ্কা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে সরাসরি সেটে হারিয়ে সেমিতে জায়গা করে নেন।

অন্যদিকে পুরুষ এককের এক কোয়ার্টার ফাইনালে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। আগামীকাল শুক্রবার সেমিফাইনালে অষ্টম বাছাই ইতালির জ্যানিক সিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

আরেক কোয়ার্টার ফাইনালে ২০ বছরের তরুণ হোলগার রুনকে ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিতে উঠলেন স্পেনের কার্লোস আলকারাজ।