ফরিদপুরে প্রীতি ফুটবল ম্যাচে গোলশূন্য ড্র
তুমুল উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ফরিদপুর জেলা একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে গোলশূন্য ড্র দিয়ে খেলা শেষ হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেলে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফরিদপুরে এ বছরের সবচেয়ে জমজমাট ফুটবল আসরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয় খেলা দেখতে।
এছাড়াও মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেন সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের নতুন আলোকবর্তিকা শেখ মোরসালিন।
খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। তার দল ব্যারিস্টার সুমন একাডেমি চমৎকার পারফরমেন্স প্রদর্শন করে মাঠে। যদিও দুই দলের দুর্দান্ত খেলায় গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
এদিকে খেলা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করে। অবস্থা এমন পর্যায়ে যায় গ্যালারিতে দর্শকেরা বসার স্থান না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করে। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে চমৎকার একটা খেলা উপহার দেয় দুই দল। সেই সাথে বেশ কয়েকটা গোলের সুযোগও নষ্ট করে উভয় দল।
খেলা শেষে সম্মাননা প্রদান করা হয় সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো, বাংলাদেশ ফুটবল দলের খেলোয়ার শেখ মোরসালিন এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। এসময় তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ। এর আগে খেলার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিরা।