জকোভিচের সামনে ইতিহাস গড়ার হাতছানি

Looks like you've blocked notifications!
নোভাক জকোভিচ। ছবি : জকোভিচের অফিসিয়াল ফেসবুক পেজ

টেনিসের সর্বকালের সেরাদের একজন নোভাক জকোভিচ। পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম তার দখলে। ২৩টি গ্র্যান্ডস্লাম জিতে পেছনে ফেলেছেন দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেদেরারকে। টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ে জকোভিচের সামনে আছেন একজন নারী। ২৪টি গ্র্যান্ডস্লাম নিয়ে নারী-পুরুষ সবমিলিয়ে সবার উপরে আছেন নারী টেনিসের কিংবদন্তি মার্গারিট কোর্ট।

কোর্টকে ছুঁতে আর মাত্র একটি শিরোপার প্রয়োজন সার্বিয়ান তারকা জকোভিচের। উইম্বলডনের ফাইনালে আজ রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় স্প্যানিশ তারকা শীর্ষ বাছাই কার্লোস আলকারেজের মুখোমুখি হবেন জকোভিচ। জুনে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন দুজন। ২০ বছর বয়সী আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠে পরে শিরোপা জিতে নেন জকোভিচ।

উইম্বলডনে এটি জকোভিচের টানা ৩৪তম জয়। সর্বশেষ চারবারের সবগুলোতেই শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে তার মাথায়। জকোভিচের উইম্বলডন শিরোপা সংখ্যা সাতটি। সামনে আছেন কেবল আরেক কিংবদন্তি রজার ফেদেরার। টেনিসের সবচেয়ে পুরোনো এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফেদেরার শিরোপা জিতেছেন আটবার।

সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটি ৩৬ বছর বয়সী জকোভিচের জন্য ছিল ২৩তম গ্র্যান্ডস্লাম। যাতে তিনি পেছনে ফেলেন রাফায়েল নাদালকে। ২২ গ্র্যান্ডস্লাম নিয়ে দুজন যৌথভাবে পুরুষ এককের শীর্ষে ছিলেন এতদিন।

বর্তমানে ২৩টি শিরোপা নিয়ে সেরেনা উইলিয়ামসের সঙ্গে যৌথভাবে দুইয়ে আছেন জকোভিচ। সেরেনাকে হয়তো ছাড়িয়ে যেতে পারেন আজই। আজকের ফাইনালে পরিষ্কার ফেভারিট তিনি।