আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় অধিনায়ক
ভারতের ইনিংসের ৩৪তম ওভারে ঘটনা। বাংলাদেশি বোলার নাহিদা আক্তারের ফুল লেংথ বল সুইপ করার চেষ্টা করেন হারমানপ্রিত কৌর। কিন্তু পারেননি ঠিকঠাক। বল তার প্যাডে লেগে চলে যায় স্লিপে। সেখানে থাকা ফাহিমা খাতুন ক্যাচ নিয়ে মেতে ওঠেন উল্লাসে। আম্পায়ার তানভির আহমেদও আঙুল উঁচিয়ে দেন আউট।
ঘটনার শেষ হতে পারত এখানেই। কিন্তু না আউটটা কিছুতেই মানতে পারলেন না ভারতীয় অধিনায়ক। আম্পায়ার আউট দেওয়া দেখে মেজাজ হারান তিনি। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ব্যাট দিয়ে আঘাত করে ফেলে দেন স্টাম্প। সেই সঙ্গে উইকেটে দাঁড়িয়ে কথা শোনান আম্পায়ার তানভীর আহমেদকে।
২১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় তারকা। এমন ম্যাচে জিততে পারেনি ভারতও। একের পর একে উইকেট হারিয়ে বাংলাদেশের সমান ২২৫ রানেই থামে ভারত। ম্যাচ হয় টাই। সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
ম্যাচের পর দুই অধিনায়কের কাছেই জানতে চাওয়া হয় অনুভূতি। সেখানে আরেক দফা আম্পায়ারিং নিয়ে কথা বলেন হারমানপ্রিত।
নিজের ক্ষোভ প্রকাশ করে পুরস্কার প্রদান মঞ্চে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও! যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু...আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে, এ ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে।’